- প্রবাস
- বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসায় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস গত সোমবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে এক অভ্যর্থনার আয়োজন করে। সরকারি সফরে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অপর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির বিমান বাহিনীর সেক্রেটারি ফ্র্যান্ক কেন্ডাল। ওয়াশিটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ খবর জানা গেছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সাহসী ও সর্বোচ্চ ত্যাগের বিষয়টি স্মরণ করেন। তিনি কোডিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন। রাষ্ট্রদূত ইসলাম জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম, জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়, প্রশিক্ষণ, সংগ্রহ এবং ভ্রমণ বিনিময় ইত্যাদির বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার বহুমাত্রিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৫০তম সশস্ত্র বাহিনী দিবসের অভ্যর্থনায় সম্মানিত অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সেক্রেটারি বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন, যা আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। তিনি স্পেসে প্রবেশ, অনুসন্ধান এবং গবেষণার বিষয়ে আন্তর্জাতিক মূল্যবোধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি বিনিময় করে বলে মন্তব্য করেন।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন, যা উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে নিয়মিত প্রতিফলিত হচ্ছে। তার সফর উভয় দেশের মধ্যকার দীর্ঘ-মেয়াদী বন্ধন আরো জোড়ালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভিন্ন দেশের ডিফেন্স এ্যাটাশে, কূটনীতিক, পেন্টাগন, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশি প্রবাসী এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনায় স্বাগত জানান এবং উভয় দেশের পারস্পরিক কল্যাণে যুক্তরাষ্ট্রের সহায়তা ও সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন