কুয়াকাটার আদিবাসী রাখাইনদের সংকট নিরসনে সংবাদ সম্মেলন করেছে নাগরিক কমিটি। 

শনিবার কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নাগরিক প্রতিনিধি দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সমাজগত অধিকার ও ভূমির প্রথাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন রাখাইনরা। বেদখলে যাচ্ছে তাদের দেবালয়, শ্মশান, প্যাগোডাসহ দেবোত্তর সম্পত্তি। উন্নয়নের নামে তারা তাদের বসতভিটাসহ পৈতৃক সম্পত্তি হারাচ্ছেন। এ সময় তিনি অনতিবিলম্বে কুয়াকাটার আশপাশে রাখাইন পল্লিগুলোর নাম আগের নামে ফিরিয়ে আনারও দাবি জানান।

সম্মেলনে মানবাধিকারকর্মী নূর খান লিটন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতা দীপায়ন খীসাসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।