জার্মানিতে তিন মাসে ১৩ লাখ টাকা আয়, যা বললেন প্রবাসী সাংবাদিক

ইনসার্টে প্রবাসী সাংবাদিক খান লিটন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৯:৫৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ২০:১০
‘জার্মানিতে তিন মাসে ১৩ লাখ টাকা আয়’ এমন শিরোনামে একটি ভিডিও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বলা হয়, তিন মাসে ১৩ লাখ টাকা আয়, সহজে জার্মান গমন, জার্মানিতে লাখ লাখ শ্রমিক নিচ্ছে।
এ বিষয়ে জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন বলেন, এসব ভিডিওর সত্যতা যাচাইর জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের অনেকেই ওই ভিডিওর লিংক পাঠাচ্ছে। আমি কী জানি, এ ব্যাপারে তাদের সহায়তা করতে পারি কিনা? প্রথমেই বলব- এখানে যেমন আয়, তেমন ব্যয়। তারপর বলব- ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য অনেকে সত্য-মিথ্যা মিলিয়ে ভিডিও বানাচ্ছে। তবে তারা যা বলছে- তা সব মিথ্যা নয়। জার্মানিতে শ্রমিক ঘাটতি রয়েছে। তবে সেই ক্ষেত্রে শ্রমিকদের দক্ষ হতে হবে এবং জার্মান ভাষা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানতে হবে। ক্ষেত্র বিশেষ ইংরেজিতে নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানতে হয়।
তিনি আরও বলেন, অভিবাসী আইন শিথিল করা হয়েছে। তার মানে এই নয় লিবিয়া রোমানিয়া থেকে অবৈধপথে এসে রাতারাতি অনেক টাকা আয় করবেন। সেই ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে আপনি অভিবাসী হওয়ার যোগ্য। ধরুন, আপনি রহিম নামে অবৈধভাবে এসে বললেন আপনি করিম। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ১৯১৮ সালের চুক্তি অনুযায়ী, হাতের ছাপ নেওয়ার পর যখন দেখবে আপনি করিম না, আপনি রহিম, তখন আপনাকে দেশে পাঠিয়ে দেবে।
‘হ্যাঁ, এখানে পারিশ্রমিক ঘণ্টা হিসাবে সরকারি ধার্য করা আছে। প্রায় ১৩ ইউরো, সর্বনিম্ন। তবে যারা বৈধভাবে আছে বা আসবেন তাদের জন্য। জার্মানিতে অবৈধভাবে থাকার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। তবে আইনি প্রক্রিয়ার মধ্য থেকেও বাংলাদেশ তথা এই প্রক্রিয়ায় বিভিন্ন দেশের যারা আছেন তারা ঘণ্টায় ৫ বা ৬ ইউরো পায়। যারা এখানে পড়াশোনা শেষ করে কাজ করছেন তারা ৩ লাখ থেকে ৫ লাখ বেতন পান ঠিকই। তাদের আয়ের সিংহভাগ চলে যায় বাড়ি ভাড়ায়।’
তিনি আরও বলেন, আপনি বা আপনারা যদি কোনো কাজে দক্ষ হন ও জার্মান বা ইংরেজি নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্কুল থেকে শিখে থাকেন, তাহলে চেষ্টা করুন আসতে বা পড়াশোনার জন্য আসতে। এখানে সরকারি বিশ্ববিদ্যালয় বেতন লাগে না। পড়াশোনা শেষ করলেই ভালো বেতনের চাকরি পাওয়া যায়।