- প্রবাস
- দুবাইয়ে ভিন্ন আঙ্গিকে বসন্তবরণ
দুবাইয়ে ভিন্ন আঙ্গিকে বসন্তবরণ

বসন্তবরণ ও বাঙালির চিরায়িত সংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়
দেশের গন্ডি পেরিয়ে ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে বিদেশও। কর্মব্যস্ততার ফাঁকে সংযুক্ত আরব আমিরাতে বসন্তকে বরণ করলেন প্রবাসীরা। কিছু সময়ের জন্য তারা মেতে ওঠেন উৎসবে। রোববার দিনব্যাপী দুবাইয়ের মুশরিফ পার্কে এর আয়োজন করে ইউএই লেডিস ক্লাব।
ব্যতিক্রমী এই আয়োজনে বিভিন্ন প্রদেশ থেকে দুইশতাধিক বাংলাদেশি পরিবার অংশগ্রহণ করে। বড়দের পাশাপাশি ছোটরাও রঙ বেরঙয়ের পোশাক আর সাজসজ্জায় মেতে ওঠে উৎসবে।
বিদেশের মাটিতে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা উল্লেখ করে আয়োজকরা জানান, বসন্তবরণ ও বাঙালির চিরায়িত সংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নুপুর, খোঁপায় হরেক রকম ফুল দিয়ে সাজেন নারীরা। আর হলুদ পাঞ্জাবি, ফতুয়া পড়েন পুরুষরা। ছোটদের বাসন্তী পোশাক উৎসবকে ভিন্ন মাত্রা এনে দেয়। এমনভাবে বসন্তবরণ দেখে পার্কে ঘুরতে আসা ভিনদেশীরাও হয়েছেন মুগ্ধ।
উৎসবের আনন্দ বাড়াতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত প্রবাসীরা। পরে টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি মাহাবুব আলম মানিক ও ব্যবস্থাপনা পরিচালক নারী উদ্যোক্তা সিআইপি জেসমিন আকতার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব সৈনিক, ব্যবসায়ী জাকির হোসেন, মোহাম্মদ আদিল ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
মন্তব্য করুন