সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম দিয়ে সাজানো ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মুজিববর্ষ উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রবেশদ্বারে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু কর্নার। যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ, বঙ্গবন্ধুর দেশ-বিদেশ সফর ও নানা কর্মকাণ্ডের স্থিরচিত্র। এখানে রাখা হয়েছে বঙ্গবন্ধুর ওপর রচিত বইগুলোও। এছাড়া কনস্যুলেটের দেয়ালে আঁকা হয়েছে ১৯৪৭ থেকে ’৭১ পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা ও সরকারের সাফল্যের সূচক। তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ কিছু চিত্রকর্মও।


উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কনস্যুলেটে নির্মিত জাতির পিতার ম্যুরালে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু কর্নার ও দেয়ালে আঁকা চিত্রকর্মগুলো ঘুরে দেখেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।

এসময় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলামসহ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।