যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আগামী ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন-২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি আয়োজন করছে এনএবিসি ও কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বৃহৎ পরিসরে উদযাপন এবং বাংলাদেশের উন্নয়নের চিত্র বিশ্বের কাছে তুলে ধরা হবে এই সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন-২০২২ এর বাংলাদেশের সমন্বয়কারী এ.এস.এম সামছুল আরেফিন বলেন, সামাজিক ও ব্যবসায়িক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশের প্রখ্যাত লেখক- বুদ্ধিজীবী ও শিল্পীরা বঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন। চিত্রনায়ক শাকিব খান এবারের সম্মেলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সম্মত হয়েছেন। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড হোটেলের মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

সম্মেলনে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী, এনএবিসির  যুগ্ম আহ্বায়ক অশোক কুমার রক্ষিত, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান নির্বাহী সানকু বোস। 

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল,পংকজ নাথ ও সাবেক এমপি হারুন অর রশিদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।