ভাজিতার হত্যা মামলা পরিচালনায় সহযোগিতা করায় সংযুক্ত আরব আমিরাতের এক প্রবাসীকে প্রাণ নাশের হুমকি, মিথ্যা মামলা ও পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে জামিনে থাকা ওই মামলার প্রধান আসামির বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী বখতিয়ার উদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা সহ জান-মাল রক্ষায় দাবি করেছেন।

বৃহস্পতিবার রাতে দুবাইয়ে সংবাদ সম্মেলনে বখতিয়ার উদ্দিন জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল ছিলেন তারা দূর সম্পর্কের ভাতিজা। নানুপুর বাজারে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়। পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারও করে। ওই মামলা পরিচালনায় রাশেদ কামালের পরিবারের পাশে দাঁড়ায় বখতিয়ার উদ্দিন। এতেই কাল হয় তার। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ওই মামলার প্রধান আসামি সৈয়দ মোহাম্মদ বাকের বিভিন্নভাবে মামলাটি তুলে নিতে জোর প্রয়োগ করে। মামলা প্রত্যাহার না করায় পরিবারের ওপর হামলা করে। এতেও কাজ না হলে বখতিয়ারকে প্রাণনাশের হুমকি দেয়। দায়ের করে তার (বখতিয়ার) নামে মিথ্যা মামলা।

বখতিয়ার উদ্দিন অভিযোগ করে বলেন, ভাতিজা রাশেদ কামাল হত্যা মামলাটি তুলে নিতে সৈয়দ মোহম্মদ বাকের নানাভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে উল্টো তাকে (বখতিয়ার) হত্যা চেষ্টার দায়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তার কর্মী বাহিনীকে ক্ষেপিয়ে শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা করছে। এই অবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জান-মাল হরণের আশঙ্কাবোধ করছি। আমি সরকার, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের কাছে আমাদের জান-মাল রক্ষার্থে সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে রাশেদ কামালের ছোটভাই মোহাম্মদ শাহেদ, ফুফাতো ভাই সাজ্জাদ হোসেন রাসেল, লোকমান উদ্দিন, নাসির উদ্দিন, মো কাইসার উপস্থিত ছিলেন।

এসময় রাশেদ কামালের ছোটভাই মোহাম্মদ শাহেদ বলেন, আমার ভাইয়ের হত্যা মামলাটি তুলে নিতে আসামি পক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। পরিবারের ওপরও হামলা করেছে। আমরা পরিবারের নিরাপত্তা নিয়েও এখন চিন্তিত। সরকার ও প্রশাসনের কাছে আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি কামনা করছি।