কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ‍উদযাপিত হয়েছে।

১৭ মার্চ সন্ধ্যায় ‘রেড হট তান্দুরি’তে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা শাখার উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টরেন্টোর কনসোল জেনারেল লুৎফুর রহমান।

এ সময় সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন— বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, গোলাম মোস্তফা, কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি তোফাজ্জল আলী, যুগ্ম সম্পাদক নীরু চাকলাদার ও মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা আক্তার জানু।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নিজাম খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি আবু হেনা কোরাইশী, যুগ্ম সম্পাদক আবুল বাসার, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কান্তি মাহমুদ, জিয়াউল আহসান চৌধুরী, বিপ্লব চৌধুরী, সাদ্দাম হোসেন, মঞ্জুরুল, দেওয়ান হক, উপদেষ্টা আফিয়া বেগম, কানাডা আওয়ামী লীগের ঝোটন তরফদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, নওশাদ উদ্দিন রতন, কানাডা ছাত্র লীগের সভাপতি ওবায়দুর রহমান, মহিলা আওয়ামী লীগের ফারহানা পল্লব ও রীনা বেগম।