- প্রবাস
- নিউ ইয়র্কে ট্রেন স্টেশনে হামলাকারী গ্রেপ্তারে ৪৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা
নিউ ইয়র্কে ট্রেন স্টেশনে হামলাকারী গ্রেপ্তারে ৪৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

হামলাকারী ফ্রাঙ্ক আর. জেমস
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের পাতালট্রেন স্টেশনে হামলাকারীকে ধরতে ৪৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে নিউ ইয়র্ক পুলিশ। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকালে সানসেট পার্ক এলাকার ৩৬তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২৯ জন আহত হন। একজন প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনের ভিডিওর সূত্র ধরে নিউ ইয়র্ক পুলিশ ৬২ বছর বয়সী ফ্রাঙ্ক আর. জেমসকে হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নির্মাণকাজের ভেস্ট ও একটি গ্যাস মাস্ক পরা ছিলেন। নিউ ইয়র্ক দমকল বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার লরা কাভানাগ সংবাদ সম্মেলনে বলেন, গুলিবিদ্ধ পাঁচজনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক।
কিছু বোঝার আগেই বন্দুকধারী সাবওয়ে স্টেশনে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গুলিবিদ্ধ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় পালিয়ে যায় হামলাকারী।
এ ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন।
মন্তব্য করুন