উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার ক্যালগেরির মন্টগোমরি কমিউনিটি অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘বাংলা বর্ষবরণ উৎসব-১৪২৯’ অনুষ্ঠিত হয়েছে।

নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি-ইতিহাস, ঐতিহ্য তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য। উৎসবে বাহারি শাড়ি, পিঠাপুলি, খাবারের বিভিন্ন স্টল ছিল। মূল আকর্ষণ ছিল শিশু-কিশোরদের বৈশাখী শোভাযাত্রা। 

দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি কলকাতার জি বাংলা সা-রে-গা-মা-খ্যাত প্রখ্যাত শিল্পী ঐন্দ্রিলা দাসও গান পরিবেশন করেন। 

আয়োজক ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রূপক দত্ত বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। 



ক্যালগেরির বিশিষ্ট শিক্ষাবিদ ও এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, খুবই ভালো লাগছে, আমাদের বাংলা বর্ষবরণ উৎসবে বিদেশিদের উপস্থিতি দেখে। 

ক্যালগেরির সংগীতশিল্পী ঐশ্বর্য গুহ বলেন, আমরা বাংলাদেশের রমনার সেই বটমূলের বৈশাখ কে খুব মিস করছি। তবুও দীর্ঘ দুই বছর পর পরিবার পরিজন নিয়ে এখানে বৈশাখের আনন্দে শামিল হতে পেরে খুবই ভালো লাগছে।