কুয়েতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটি  (বাদেশিক) কুয়েত চ্যাপটারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুয়েতে  খাইতান প্লেইস হোটেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান ও হাছান চৌধুরীর সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন আই,ডি,ই,বি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ,কে,এম,এ হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম মোহাম্ম্দ আবুল হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মোখাই আলী, সংগঠনের উপদেষ্টা আবদুল মজিদ,জিন্নাহ খান, ইছহাক মিয়া, হারুনর রশীদ সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। সবশেষে মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।