- প্রবাস
- ঈদ উদযাপনে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন ১০ সহস্রাধিক প্রবাসী
ঈদ উদযাপনে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন ১০ সহস্রাধিক প্রবাসী

প্রবাসী জীবনযাত্রার বিষণ্নতা ভুলে স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এবার দেশে ফিরছেন প্রায় ১০ সহস্রাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী।
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা গত দুই বছর দেশে ঈদ উদযাপন করতে পারেননি। তাই এবার ঈদুল ফিতরে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে দেশে পৌঁছেছেন। বাকিরা ঈদের আগেই দেশে পৌঁছাবেন।
ধারণা করা হচ্ছে, সোমবার (২ মে) যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সে অনুযায়ী প্রায় দুই মাস আগে থেকেই প্রবাসীরা দেশে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছেন।
নিউ ইয়র্কের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির সূত্রে জানা গেছে, গত দুই বছর ঈদের মৌসুমে ঢাকাগামী যাত্রীর কাছে তারা তেমন কোনো টিকিট বিক্রি করতে পারেননি। কিন্তু এবার টিকিট বিক্রির হার চারগুণ বৃদ্ধি পেয়েছে।
নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রায় শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি রয়েছে।
তারা আরও জানান, শুধু নিউ ইয়র্কেই প্রায় ২০টি ট্রাভেল এজেন্সি দুই থেকে তিনশ’ ঢাকাগামী টিকিট বিক্রি করেছে। কারও কারও বিক্রি পাঁচশ’র বেশি। অন্য জায়গার ট্রাভেল এজেন্সিগুলোও ৫০ থেকে ১০০টি টিকিট বিক্রি করেছে। সব মিলিয়ে প্রায় ১০ হাজারের বেশি প্রবাসী দেশে ফিরছেন।
মন্তব্য করুন