চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ নগরীর হালিশহরের বাসিন্দা। ডায়রিয়ায় বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। 

সোমবার দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনিও নগরীর হালিশহরের বাসিন্দা।

অন্যদিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বিশেষায়িত মা ও শিশু হাসপাতালেও ভর্তি থাকা অর্ধশতাধিক রোগীর মধ্যে বেশিরভাগই হালিশহরের বিভিন্ন এলাকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ জানান, গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকা থেকে রোগী ভর্তি হচ্ছেন এখানে। তাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতিও হচ্ছে। 

তিনি বলেন, ডায়রিয়ার পাশাপাশি কলেরার রোগীরাও ভর্তি হচ্ছেন।

মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক মাহমুদ এ চৌধুরী জানান, হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। গত কয়েকদিন ধরে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন এখানে।

সংশ্লিষ্টরা জানান, কিছু রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাদের অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে।