- প্রবাস
- নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে সড়ক করার উদ্যোগ
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে সড়ক করার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে একটি সড়ক করার উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউ ইয়র্ক নগরের কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবটি পাস করানোর চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেবিবিএর জেনারেল সেক্রেটারি ফাহাদ সোলায়মান। সংগঠনের সভাপতি হারুন ভূঁইয়া মেলার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মনসুর চৌধুরী, মেম্বার সেক্রেটারি বাবু খান ও যুগ্ম সদস্যসচিব মোহম্মদ জেড আলম নমি। মেলা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি মিডিয়াসহ সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেবিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ, কোষাধ্যক্ষ সেলিম হারুন, রুমি ভূইয়া, নিজাম, নিলু চৌধুরী, জেড আর চৌধুরী লিটু, প্রচার সম্পাদক সুবল দেবনাথসহ নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, প্যান্ডামিকের কারণে গত দুই বছর মেলা করা সম্ভব হয়নি। তাই এবার বড় পরিসরে জমকালো আয়োজনে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় শতাধিক স্টল থাকবে। ফি ধরা হয়েছে সাধারণ স্টলের জন্য ২৫০ ডলার আর খাবারের স্টলের জন্য ৩০০ ডলার। মেলার বাজেট ১ লাখ ৫০ হাজার ডলার। এই মেলার মাধ্যমে জেবিবিএ ফান্ড গঠন করা হবে।
এদিকে জেবিবিএর অপর অংশের উদ্যোগে আগামী ২৬ জুন মেলা অনুষ্ঠিত হবে। এটিও জাকজমকভাবে করার উদ্যোগ নেয়া হয়েছে।
মন্তব্য করুন