ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ০৭:০৪ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ০৭:০৪

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের ব্যানারে এ মানববন্ধন হয়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের সভাপতি মানষ তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ বর, শিক্ষার্থী নিউটন বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা সম্প্রতি নড়াইলের দিঘলিয়া ও লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার প্রতিবাদ জানান। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান বক্তারা।

আরও পড়ুন

×