ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সিগারেট কিনতে এসে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সিগারেট কিনতে এসে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ১৩:২৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২২ | ১৩:২৭

দক্ষিণ আফ্রিকায় সিগারেট কিনতে আসা অজ্ঞাতনামা সন্ত্রাসীর গুলিতে মিন্টু খান (৩৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয় সময় ৫ আগস্ট রাতে দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানের উমজুলু টাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

মিন্টু খানের গ্রামের বাড়ি শরীয়তপুর। দীর্ঘদিন তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন। প্রায় ১০ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকা যান।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, ঘটনার রাতে মিন্টুর সুপারশপের নিরাপত্তাকর্মীরা চলে যাওয়ার পর এক অজ্ঞাত ব্যক্তি সেখানে সিগারেট কিনতে যান। মিন্টু গ্রিলের ফাঁক দিয়ে সিগারেট দেওয়ার পর অজ্ঞাত ক্রেতা টাকা বের করার ছলে পিস্তল বের করে। এরপর গ্রিলের ফাঁক দিয়ে মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মিন্টু দোকানের ভেতরেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

তাকে কেন হত্যা করা হয়েছে, সে সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং হত্যাকারীকে খুঁজতে অভিযান চালাচ্ছে বলে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

আরও পড়ুন

×