ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সিয়েরা লিওনে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৩

জ্বালানিসংকট-মূল্যবৃদ্ধি

সিয়েরা লিওনে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ১১ আগস্ট ২০২২ | ০৯:৪৬

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জ্বালানিসংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। 

রাজধানী ফ্রিটাউনসহ অন্তত তিনটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার রক্তক্ষয়ী ওই বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। 

একটি ভিডিওতে ফ্রিটাউন শহরে একজন পুলিশ কর্মকর্তাকে বিক্ষুব্ধ জনতার ওপর গুলিবর্ষণ করতে দেখা গেছে। সংঘর্ষের বেশ কিছু ছবিতে রাজধানীতে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ ও টায়ারে আগুন দিতে দেখা গেছে। সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের রাস্তায় টহলের ছবিও এসেছে।

আরও পড়ুন

×