যুক্তরাষ্ট্র প্রবাসী আ'লীগ নেতা মিন্টু রহমান মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান। ছবি: সংগৃহীত
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩০
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় প্রবাসী সংগঠক ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান মারা গেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গুইনেট কাউন্টির নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আটলান্টায় বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান বেশ কিছুদিন ধরে গুইনেট কাউন্টির নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তাঁর ওপেনহার্ট সার্জারি সম্পন্ন হয়। এরপর থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এতদিন ধরে হাসপাতালেই ছিলেন।
প্রয়াত মিন্টু রহমানের গ্রামের বাড়ি নরসিংদীতে। তাঁর বাবা মরহুম গোলাম রহমান একজন কবি এবং ষাটের দশকের কৃষক সমিতির নেতা ছিলেন। আটলান্টায় আসার পর তিনি দীর্ঘদিন ব্যবসায় জড়িত ছিলেন। জর্জিয়ার বাংলাদেশি সিনেটর শেখ রহমান তাঁর স্ত্রী নাদিরা রহমানের বড় ভাই।
মরহুম মিন্টু রহমানের নামাজে জানাজা শনিবার দুপুরে বাদ জোহর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।