কানাডায় ক্যুইবেক বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

.
আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ০৯:৫৩
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে কানাডা ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপি। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) মন্ট্রিয়লে পার্কভিউ রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।
বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন কানাডা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ খান নান্টু, সাবেক সাধারণ সম্পাদক কাজী দেলওয়ার হোসেন জনি ও সাবেক সহসভাপতি সাইদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কানাডা বিএনপি নেতা ফারুক হাসান হাওলাদার। আরও বক্তব্য দেন ক্যুইবেক প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন ক্যুইবেক প্রাদেশিক বিএনপি যুগ্ম সম্পাদক মুহিম আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ রুকন চেয়ারম্যান, ক্যুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ সোয়েব, কুলাউড়া যুবদল আহ্বায়ক এম ফয়েজ উদ্দিন, আব্দুর রহিম আল ইদ্রিস।
এতে আরও উপস্থিত ছিলেন কুইবেক বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, দপ্তর সম্পাদক জুলকারনাইন নজরুল ইসলাম, আব্দুল আজিজ।
এছাড়া কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুন রশিদ, সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, বিএনপি নেতা আলমগীর আহমেদসহ কানাডা ও ক্যুইবেক বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিব্বির আহমেদ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর সেনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।