ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কানাডার প্রাদেশিক আইনসভায় বাংলাদেশের পতাকা উত্তোলন

কানাডার প্রাদেশিক আইনসভায় বাংলাদেশের পতাকা উত্তোলন

কানাডার কুইন্স পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানে আমন্ত্রিতরা। ছবি-সমকাল

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ০৭:০৭

মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান রেখে প্রতিবছরের মতো এ বছরও কানাডার প্রাদেশিক আইনসভা (কুইন্স পার্কে) বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস এর উদ্যোগে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে।

পতাকা উত্তোলনের বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাদেশিক আইনসভা সংসদের স্পিকার টেড আর্নট, এনডিপি পার্টির এমপিপি ডলি বেগম, বিসিসিএস'র সভাপতি সেবু চৌধুরী, কনজারভেটিভ পার্টির এমপিপি লোগান কানাপাথি, লিবারেল পার্টির এমপিপি মেরী মার্গারেট, কমিউনিটি ব্যক্তিত্ব ম্যাক আজাদসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ অনুষ্ঠান পরিচালনা করেন নতুন প্রজন্মের রুবিনা ফারিন।

সর্বস্তরের নারী পুরুষদের পদচারণায় মুখরিত ছিল পুরো কুইন্স পার্ক। পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীতে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রবাসী বাঙালিদের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন বিদেশিরাও।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের দরবারে আমাদের লাল-সবুজের পতাকা আমাদের বাংলাদেশি জাতীয়তাকে ধারণ করে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

আয়োজকরা জানান, আমাদের মহান স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতির বলয়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

আরও পড়ুন

×