- প্রবাস
- কলিম শরাফী স্মৃতি পুরস্কার প্রতিযোগিতা ২০ জানুয়ারি
কলিম শরাফী স্মৃতি পুরস্কার প্রতিযোগিতা ২০ জানুয়ারি

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা চলতি বছরের ২৮ জানুয়ারিতে 'কলিম শরাফী স্মৃতি পুরস্কার-১৪২৯' প্রদান করবে। আগামী ২০ জানুয়ারি শিল্পকলার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কারের জন্য মনোনিত করা হবে। কিশোর বিভাগ ও সাধারণ বিভাগ দুটি পর্বে 'কলিম শরাফী স্মৃতি পুরস্কার-১৪২৯' দেয়া হবে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর গোলাম হায়দার সমকালকে বলেন, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে 'কলিম শরাফী স্মৃতি পুরস্কার-১৪২৯' এর জন্য মনোনিত করা হবে। আগামী ২০ জানুয়ারি রাজধানীর এক মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর রবীন্দ্রসঙ্গীত উৎসব হবে ২৭,২৮ ও ২৯ জানুয়ারি।
মন্তব্য করুন