আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির খেলোয়াড়ি জীবনের অধিকাংশ কেটেছে স্পেনে। ক্লাব পর্যায়ে তিনি খেলেছেন দেপোর্তিভো লা করুনিয়া, রেসিং সান্তানদার ও মায়োর্কার মত ক্লাবে। তার কোচিং ক্যারিয়ারও শুরু হয়েছিল স্প্যানিশ ক্লাব দিয়ে। ২০১৬-১৭ মৌসুমে তিনি ছিলেন সেভিয়ার সহকারী কোচ হিসেবে। তাই তো স্পেনকে নিয়ে আলাদা একটা টান আছে লিওনেল স্কালোনির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আল বেলিস্তেদের বিশ্বকাপজয়ী কোচ জানিয়েছেন, সুযোগ পেলে স্পেন জাতীয় দলের কোচ হতে চান তিনি। এমনকি স্পেনকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন লিওনেল স্কালোনি।

বর্তমানে স্কালোনি অবস্থান করছেন স্পেনের মায়োর্কা শহরে। সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন কোপের সাংবাদিক জুয়ানমা কাস্তানিয়োর কাছে। একপর্যায়ে স্কালোনির কাছে কাস্তানিয়ো জানতে চান, ভবিষ্যতে স্পেন জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন তিনি? কোনো রাখঢাক না রেখেই স্কালোনি বলে দেন, 'এটা আমার দ্বিতীয় বাড়ি। আমি এই দেশের অংশ ভাবি নিজেকে। কেন স্পেন জাতীয় দলের কোচ হতে চাইবো না?'

পরক্ষণেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ জানিয়ে দেন, 'আমি মনে করি, কোনো স্প্যানিশ কোচই স্পেনের জন্য উপযুক্ত।'

সেভিয়া থেকে আর্জেন্টিনা দলে স্কালোনি এসেছিলেন সাম্পাওলির সহকারী হিসেবে। এরপর আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। যাকে নিয়ে স্বয়ং ম্যারাডোনাও নাক ছিটকিয়েছেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত থেকে পাকাপাকি আলবেলিস্তেদের দায়িত্ব পান স্কালোনি। সেই থেকে শুরু, তার অধীনে কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এক বছর পর আর্জেন্টিনা জেতে বিশ্বকাপও।

২০১৮ সালে দায়িত্ব নেওয়া লিওনেল স্কালোনির সঙ্গে কাতার বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তবে বিশ্বকাপের পরও আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগআউটে থাকবেন স্কালোনি। চুক্তি নবায়নের ঘোষণা এখনও না আসলেও মেসিদের দায়িত্বে তার থেকে যাওয়া একরকম নিশ্চিতই। স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে এফএ এর সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, 'স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমরা দুজনেই কথার বরখেলাপ করি না। আমরা মৌখিকভাবে রাজি হয়েছি।'