বোর্ডার-গাভাস্কার সিরিজের চার ম্যাচের টেস্ট খেলতে বুধবার ভারত সফরের উদ্দেশ্যে যাত্রা করেছে অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা। ওই দলে নেই অজি টপ অর্ডার ব্যাটার উসমান খাজা। ভিসা জটিলতায় তার ভারত সফরে বিলম্ব হচ্ছে। 

পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটারের ভারত সফরে বিলম্ব হওয়ার কারণ হিসেবে সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, তার ভিসা ইস্যু করার সময় একটি প্রয়োজনীয় নথি মিসিং ছিল। সেজন্য তার ভিসা পেতে দেরি হচ্ছে।

তবে বৃহস্পতিবার তিনি ভারতে আসার ভিসা পেয়ে যাবেন বলেও মনে করা হচ্ছে। ভারতের বিপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে টেস্ট সিরিজি শুরু করবে অজিরা। নাগপুরে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। তার আগে ব্যাঙ্গালুরুয় চার দিনের ক্যাম্প করবেন স্মিথ-কামিন্সরা। 

ভিসা বিড়ম্বনা নিয়ে খাজার মজার পোস্ট। 

উসমান খাজা মধ্যে অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন। পরে আবার টেস্ট দলে ফিরে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। সম্প্রতি ঘোষিত অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। ভারত সফরের ভিসা পেতে বিলম্বের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মজার পোস্ট করেছেন খাজা। বেঞ্চে চুপচাপ বসে থাকা এক ব্যক্তির ছবি দিয়ে লিখেছেন, ‘এভাবেই ভিসার জন্য অপেক্ষা করছি।’