পুনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নসহ ছয় দফা দাবিতে ‘রেড কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালন করেছেন হকার এবং ফুটপাত ব্যবসায়ীরা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ১০-এর গোল চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি’ এবং ‘বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। 

তাদের বাকি দাবিগুলো হলো- পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করা, পুনর্বাসনের জন্য হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সরকারিভাবে নিবন্ধনের আওতায় আনা, তাদের পেশাকে ‘অর্থনৈতিক কাজ’ হিসেবে স্বীকৃতি দেওয়া, সামাজিক সুরক্ষা কর্মসূচী নিশ্চিত করা এবং সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা।

হকার সংগ্রাম পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারপারসন কামাল সিদ্দিকী, হকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সদস্যসচিব হারুন-উর-রশিদ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, এদেশে হকারদের কর্ম ও জীবনের নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই, স্বার্থ রক্ষার কোনো আইন নেই। অথচ হকারদের জীবিকা নির্বাহ করা একমাত্র অবলম্বন কেড়ে নেওয়ার মতো মানবতাবিরোধী কিছু আইন আছে, আছে হয়রানি, অত্যাচার, নির্যাতন করার নানা নিয়ম।

সরকারের সঙ্গে হকারদের বৈঠক দাবি জানিয়ে তারা বলেন, হকার পেশা ভিত্তিক অর্থনীতি দেশের অবহেলিত ও বেকারদের বেঁচে থাকার পথ দেখিয়েছে। আজ শুধু পুরুষ নয়, হাজার হাজার নারীও সমাজের বাধা-বিপত্তি উপেক্ষা করে এ পেশায় যুক্ত হয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষকে বিনা নোটিশে এবং তাদের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত হকারদের উচ্ছেদ করা হয়। 

রাজধানী ছাড়াও গাজীপুর, নারায়ানগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনায় এই কর্মসূচি পালন করা হয়।