রাজধানীর উত্তরার আজমপুরের ভাসমান হকার ও ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজমপুরের উত্তরা ৬ নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা-বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। 

এতে বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক সরকার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ব্যবসায়ী নেতা আবুল হাসেম, ডা. করিম, আলী আহম্মেদ খোকন, কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন, চা ব্যবসায়ী পারভিন আক্তার, কাপড় ব্যবসায়ী সুলতানা আক্তার, সানাউল্লা, মাছ ব্যবসায়ী মুছা, আব্দুস ছাত্তার প্রমুখ। 

মানববন্ধনে আব্দুল খালেক সরকার বলেন, আমরা গত ২০০৭ সাল থেকে সেক্টর-৬ তে ব্যবসা করছি। আমাদের উচ্ছেদের পরিকল্পনা নিলে হাজার হাজার ছিন্নমূল মানুষ কর্মহীন হয়ে পড়বে। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। এমনকি পথে বসবে অনেক পরিবার। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পুনর্বাসন করা হোক।