- প্রবাস
- শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাক্ষাৎ
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চলমান আর্থিক, জ্বালানি, খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভার মোকাবিলায় বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের প্রশংসা করেন। মহাসচিব আশা প্রকাশ করেন, বাংলাদেশ আগামী বছরগুলোতে বিশেষ করে এসডিজি অর্জনে আরও সাফল্য অর্জন করবে।
গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক নেতৃত্বেরও প্রশংসা করেন গুতেরেস।
মহাসচিব জানান, লাটভিয়া, এস্তোনিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে সারের কাঁচামালের পর্যাপ্ত মজুত রয়েছে। বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে তা আমদানির কথা বিবেচনা করতে পারে। মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এই সুযোগ কাজে লাগানোর কথা বিবেচনা করবে।
চলমান রোহিঙ্গা সংকট এবং এর সম্ভাব্য উত্তরণের উপায় নিয়েও আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং মহাসচিব।
মহাসচিবের সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেসি, শান্তি স্থাপন ও রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো এবং শান্তিরক্ষা অভিযান বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁপিয়েরে ল্যাকরুয়ার সঙ্গেও বৈঠক করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন