- প্রবাস
- এই সরকারের আমলে কেউ গৃহহীন থাকবে না: এনামুল হক শামীম
এই সরকারের আমলে কেউ গৃহহীন থাকবে না: এনামুল হক শামীম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ৩০ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ছবি: সমকাল
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, যতদিন বাংলাদেশের নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে, ততদিন কেউ না খেয়ে মারা যাবে না। স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনে কাজ শুরু করেন। তার ধারাবাহিকতা ধরে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রক্রিয়া চলমান রয়েছে।
শনিবার (৪ মার্চ) শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ৩০টি পরিবারকে ঢেউটিন ও অর্থ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী সততা, মেধা ও বুদ্ধি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই শেখ হাসিনা।
বিএনপি আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে উপমন্ত্রী বলেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিলেন। তাদের আশা আবারও সেভাবে ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তাদের পছন্দ হয় না। এদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। জনগণ তাদের দুঃশাসনের কথা ভুলে যায়নি।
অনুষ্ঠানে ৩০ জনকে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য তাহমিনা খাতুন শিলু, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী প্রমুখ।
মন্তব্য করুন