- প্রবাস
- সিঙ্গাপুরে হামলার শিকার বাংলাদেশি কর্মী
সিঙ্গাপুরে হামলার শিকার বাংলাদেশি কর্মী

আহত সিয়াম আহমেদ। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস
সিঙ্গাপুরে আহমেদ সিয়াম আহমেদ নামের এক বাংলাদেশি কর্মী হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার ম্যাকফারসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলাকারী মদ্যপ ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগেও, ওই হামলাকারীর বিরুদ্ধে স্থানীয় টাউন কাউন্সিলের কর্মীদের সঙ্গে দুর্বব্যহারের অভিযোগ রয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, সিয়াম আহমেদ (২০) একজন পরিচ্ছন্নতা কর্মী। তার বাবা বাবুল দেশটিতে মেরিন প্যারেড টাউন কাউন্সিলে একজন সাইট সুপারভাইজার হিসেবে কাজ করেন। ঘটনার দিন হামলাকারী সিয়ামের বুকে ঘুষি মারেন। এজন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
স্থানীয় পার্লামেন্ট সদস্য (এমপি) টিন পি লিং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সেখানে হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, হামলার সময় হামলাকারী ব্যক্তি সম্ভবত মদ্যপ ছিলেন।
ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শক্তিভেলান নারারাজা শুক্রবার স্ট্রেইট টাইমসকে বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্লক-৮৭ সার্কিট রোডে এ হামলার ঘটনা ঘটে।
শক্তিভেলানের ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি কর্মী সরবরাহের কাজ করেন।
সিয়ামের বাবা বাবুল জানান, সড়কে হাঁটার সময় ৬২ বছর বয়সী ওই ব্যক্তি তার ছেলের বুকে ঘুষি মারেন। এ ঘটনায় ছেলে সিয়ামকে চিকিৎসকের কাছে যেতে হয়েছে।
এই ঘটনায় খুবই দুঃখ পেয়েছেন বলে জানান সিয়ামের বাবা।
পুলিশ জানায়, ৮৮ সার্কিট রোড থেকে সাহায্যের জন্য বেলা সাড়ে ১১টার দিকে কল আসে।
মন্তব্য করুন