- প্রবাস
- ধর্ষণ মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
ধর্ষণ মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

গতকাল বুধবার সন্ধ্যায় দত্তপাড়া বনমালা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বুধবার সকালে স্বপন মৃধা, মহর মৃধা, আমিনুল, শাকিল ও রাজুকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলাটি দায়ের হয়। স্বপন মৃধা টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।
এজাহার থেকে জানা যায়, স্বপন মৃধা ও ওই নারী একই এলাকায় বসবাস করেন। ওই নারী নিজ জমিতে ভবন নির্মাণ করার সময় স্বপন মৃধার সঙ্গে পরিচয় হয়। ভবনের ইট-সিমেন্ট সরবরাহ করতেন স্বপন মৃধা। সেই সুবাদে তাঁরা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এরই মধ্যে ওই নারীকে কক্সবাজারে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন স্বপন মৃধা।
টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি সাত্তার মোল্লা জানান, মহর মৃধা বর্তমানে যুবলীগের কমিটিতে নেই। তবে আগে থানা যুবলীগের কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন