- প্রবাস
- জাহাঙ্গীরনগরে পিঠা উৎসব অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগরে পিঠা উৎসব অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগরে পিঠা উৎসব অনুষ্ঠিত
গ্রামবাংলার বাহারি পিঠা উৎসবে মাতল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
আয়োজকরা জানান, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচিত করাতেই এই আয়োজন।
পিঠা উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ বলেন, পিঠা উৎসবে অংশগ্রহণ করে ভালো লেগেছে। আবহমান গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই আয়োজন। পিঠা উৎসবে এসে গ্রামের কথা মনে পড়েছে।
এ বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ প্রতি বছর নিয়মিত বিরতিতে শিক্ষা-কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ বছর শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের অংশগ্রহণে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে সফল করতে সাহায্য করেছে।
মন্তব্য করুন