রাজধানীর মিরপুরে পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় বিস্ফোরণে এক টেকনিশিয়ান ও তার সহকারী দগ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের ৬০ ফুট রাস্তার বারেক মোল্লা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ দুইজন হলেন- কামরুজ্জামান জাহিদ ও শিহাব ভূঁইয়া। 

এ আর অ্যান্ড ট্রেডিং করপোরেশনের মালিক আতিকুর রহমান হাসপাতালে জানান, কামরুজ্জামান জাহিদ ও শিহাব ভূঁইয়া তার প্রতিষ্ঠানে কাজ করেন। সোমবার মোহাম্মদপুর থেকে একজন এসি মেরামতের জন্য দোকানে নিয়ে আসেন। রাতে সেগুলো মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণে তারা দু’জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, দু’জনেরই হাত, পা ও বুক ঝলসে গেছে। শঙ্কামুক্ত নন তারা।