বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বর্ষবরণ বাঙালি জাতির প্রাণের উৎসব। এটি এখন সারাবিশ্বের কাছে পরিচিতি পেয়েছে।

শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। খবর বাসসের

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলা সনের মাধ্যমে আমরা পেছনের কাজকে মূল্যায়ন করতে পারি। একই সাথে এই বর্ষবরণের মাধ্যমে নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী বছর যাতে আমাদের জন্য মঙ্গলময় হয় এবং কেউ যাতে ষড়যন্ত্র বা অনিষ্ট করতে না পারে সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে।’

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।