প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় বিক্ষোভ শুরুর পরই আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ দু’পক্ষের পাঁচজন আহত হন। এতে জড়িত সন্দেহে পুলিশ দু’দলের তিন সমর্থককে গ্রেপ্তার করে। পরে নেতাদের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিন সকালে বিশ্বব্যাংকের সামনে জয় বাংলা সমাবেশ আহ্বান করে আওয়ামী লীগ। একই সময়ে একই স্থানে যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিরোধ সমাবেশের ডাক দেয়। 

রোববার মধ্যরাত থেকেই উভয় দলের নেতাকর্মীরা ওয়াশিংটন ডিসিতে আসতে শুরু করেন। সকাল ৭টার মধ্যেই নেতাকর্মীরা বিশ্বব্যাংকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। দু’দলের সমাবেশ সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ৮টার দিকে স্লোগান শুরু হলে উভয় দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে ব্যানার নিয়ে টানাহ্যাঁচড়াসহ সংঘর্ষ শুরু হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার ও আলী গজনবী এবং বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ আহত হন বলে জানা গেছে। 

সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র সফররত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।