- প্রবাস
- ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য
-samakal-645ce1ffb08a3.jpg)
ফাইল ছবি
ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে স্টর্ম শ্যাডোস ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। খবর স্কাই নিউজের।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন দীর্ঘদিন ধরে এ ধরনের অস্ত্র চেয়ে আসছিল। কিন্তু রাশিয়ার অভ্যন্তরে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ তা সরবরাহ করতে অনিচ্ছুক ছিল।
স্টর্ম শ্যাডো ব্রিটিশ অ্যারোস্পেস ও একটি ফরাসি সংস্থা দ্বারা নির্মিত একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩৫০ মাইল (৫৬০ কিলোমিটার) কিলোমিটার। এটি ৪৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। ওয়ারহেড হচ্ছে ক্ষেপণাস্ত্রের এমন একটি মাথা যা বিস্ফোরণ ঘটাতে পারে। সাধারণত অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো একটি ওয়ারহেড বহন করতে সক্ষম।
যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ এখন পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারে।
এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণার পর যুক্তরাজ্যকে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া।
মন্তব্য করুন