বৃহস্পতিবার উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২৮ শতাংশ (১৪ শতাংশ স্টক ও ১৪ শতাংশ নগদ) লভ্যাংশ ঘোষণা এবং বার্ষিক প্রতিবেদন-২০২২ অনুমোদন করা হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেনসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।