- প্রবাস
- জুভেন্টাস আর ভালো হবে কবে
জুভেন্টাস আর ভালো হবে কবে

ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দেওয়া বেশিরভাগ কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে ইতালির সিরি-এ লিগের নামটা। সেই আশির দশক থেকে শুরু, এখনও চলছে দেশটির বিভিন্ন ক্লাবের নানামুখী দুর্নীতি, আর্থিক অনিয়ম, ঘুষ কিংবা নয়ছয়। যার মাস্টারমাইন্ড আবার জুভেন্টাস। এবার যেমন দলবদলের আর্থিক খাত নিয়ে মিথ্যাচার করে বড় শাস্তির কবলে পড়ল ক্লাবটি। জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা হয় তাদের। পরে যদিও উপযুক্ত তথ্যাদির অভাবে তদন্ত বন্ধ ছিল। এর পর আদালত থেকে আসা রায়ে ১৫ নয়, ১০ পয়েন্ট কাটার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তাতে প্রায় ভেস্তে গেল জুভেন্টাসের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার আশা।
এর আগে ২০০৫ সালে যে ভয়ংকর কেলেঙ্কারির গুরু হিসেবে কাজ করেছিল জুভেন্টাস। তার কাছে তো এই শাস্তি কিছুই না। ফুটবলবিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল ক্যালসিওপোলি নামের সেই স্ক্যান্ডাল। তখন জুভেন্টাসের সুখের সময়। ইতালিতে তারা দাপট দেখাচ্ছে। বিশ্বের বড় বড় তারকারা সেই দাপটের অংশ হতে ওল্ড লেডিদের দলে নাম লেখান। কিন্তু এই কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর তাদের ললাটে নেমে আসে শাস্তি। ছিনিয়ে নেওয়া হয় সিরি-এ লিগের শিরোপাও। এমনকি পরের মৌসুমেও তাদের এক লাফে ২০ নম্বরে নামিয়ে দেওয়া হয়। এক এক করে ক্লাব ছেড়ে দেন ইব্রাহিমোভিচ, এমারসন, ভিয়েরা, ক্যানেভারো ও থুরামরা। সেই ধাক্কা কাটিয়ে আবার চেনারূপে ফিরতে দীর্ঘ সময় লেগে যায় জুভদের। ২০০২-০৩ মৌসুমের পর টানা আট বছর ব্যাকফুটে চলে যায় ক্লাবটি।
এতবড় শাস্তিতেও খাসলত পরিবর্তন করতে পারেনি জুভেন্টাস। ঘুরেফিরে আবার অনিয়ম। এবার তো আর্থিক খাতে বড় নয়ছয়ের প্রমাণ মিলল। একটা উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে, ধরুন জুভেন্টাস ২০ মিলিয়ন ইউরোতে একজন খেলোয়াড় বিক্রি করল, যেটা তারা কাগজে-কলমে আয় হিসেবে দেখাল। সবাই জানল এই অর্থ দিয়েই ওই খেলোয়াড়কে বেচেছে তারা। অথচ এর মধ্যে নতুন একজনকে পাঁচ বছরের চুক্তিতে আনল ৪ মিলিয়নে। যেটা খরচ হিসেবে দেখিয়েছে তারা। এর মধ্যে ১৬ মিলিয়ন হাওয়া, সেটাই নিজেদের পকেটে পুরল দলটি। বেশ কয়েকটি সোয়াপ ডিলের ক্ষেত্রে এমন দুর্নীতি করেছে জুভেন্টাস। এখন কথা হলো তারা কি পুরোপুরি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ? উত্তর না। এখনও তাদের আশা কিছুটা আছে। কারণ, হাতে থাকা বাকি দুটি ম্যাচ তো তাদের জিততেই হবে। পাশাপাশি রোমা ও আতালান্তাকে তাদের অবশিষ্ট ম্যাচগুলোতে হারতে হবে। তবেই কেবল জুভদের পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা সম্ভব!
মন্তব্য করুন