বাংলা ১৪৩০ সালকে বরণ করে নিতে সুইজারল্যান্ডের জেনেভা বাংলা পাঠশালার উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর বিভিন্ন কারণে একটু দেরিতে হয় বর্ষবরণের অনুষ্ঠানটি। একই সঙ্গে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে আয়োজনটি সাজানো হয় এই দুই কবির গান ও কবিতা নিয়ে। এতে ছিল দুই কবির গানের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশনা।

মাহবুবুর রহমান ও তাফরিয়া তাইয়্যিবা তানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে জেনেভা বাংলা পাঠশালার পরিচালক এবং অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হয় ফরহাদের নেতৃত্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন সুনিষ্কা, মাদিহা, নিতু, রেইন, দিলারা, আফসারা, রোদেলা, পুলক, তান, ফারানা, আরিন, এহতেশামুল হক, রিসালাত রহমান ও সেগুফতা মোহাম্মদ। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও যন্ত্রাণুষঙ্গে ছিলেন আরিনুল হক ও ফারানা হক।

অনুষ্ঠানে জেনেভায় বসবাসরত বাঙালিদের পাশাপাশি অন্য ভাষাভাষীর দর্শকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।