রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে আটকে পড়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

রোববার সকালে উত্তরখানের মাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, গাইবান্ধা জেলার মো. সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দু'জন শ্রমিক সেখানে আটকে পড়েন। সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, দুই শ্রমিকের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।