- প্রবাস
- খালের পানি হঠাৎ সবুজ
খালের পানি হঠাৎ সবুজ

খালের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ইতালির ভেনিস শহরের। সম্প্রতি এসব খালের পানি উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। এবার দেখা গেল ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের পানি হঠাৎ করেই সবুজ হয়ে গেছে। কেন এমন হলো, তা নিয়ে চলছে আলোচনা। শুরু হয়েছে তদন্ত। খবর বিবিসি ও ফক্স নিউজের।
পানির এমন অবস্থা দেখে মন খারাপ পর্যটকদের। সুন্দর টলটলে পানি কীভাবে সবুজ হয়ে গেল, তা বুঝতেই পারছেন না কেউ। ভেনিসে গন্ডোলায় চড়ার সবচেয়ে নামি জায়গার নাম ‘সেন্ট মার্কস স্কয়ার’। সেখানেও পানির রং সবুজ। স্থানীয় দৈনিক লা নুভা ভেনেজিয়া জানিয়েছে, রোববারের এ ঘটনা জলবায়ু পরিবর্তন কর্মীদের প্রতিবাদ হতে পারে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে।
স্থানীয়রাই প্রথম ব্যাপারটা খেয়াল করেছিলেন। ভেনেটো অঞ্চলের প্রেসিডেন্ট লুকা জাইয়া বলছেন, পানিতে কিছু মিশেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। গ্র্যান্ড ক্যানেলের পানির নমুনা নিয়ে পরীক্ষা চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জরুরি তদন্ত শুরু করেছে। ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় পুলিশ সিসিটিভি পরীক্ষা করছে।
তবে অনেকেই মনে করছেন কোনো রাসায়নিক নয়, বরং পরিবেশবিদরাই পানির রং বদলে পরিবেশ রক্ষার বার্তা দিতে চাইছেন। এর আগে ১৯৬৮ সালে গ্র্যান্ড ক্যানেলের পানির রং বদলে দিয়েছিলেন আর্জেন্টিনার এক চিত্রশিল্পী নিকোলাস গার্সিয়া। তিনি খালের পানিতে সবুজ রং মিশিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছিলেন।
জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব পড়ছে বিশ্বজুড়েই। কখনও অতিবৃষ্টি, কখনও খরায় মাটি ফেটে যাচ্ছে। নদীনালায় কমছে পানি। পৃথিবীর উষ্ণতা বাড়ছে আর সেই সঙ্গে প্রকৃতি বদলে যাচ্ছে অদ্ভুতভাবে। এর আগে খরার কারণে ভেনিসের খালে পানি বিপজ্জনকভাবে নেমে গিয়েছিল। পানিপথে যাতায়াত প্রায় বন্ধ হতে বসেছিল।
তখনও পরিবেশবিদরা ভেনিসের খাল বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। এবারের ঘটনাও তাঁদেরই কোনো প্রয়াস কিনা, তা খতিয়ে দেখছে ভেনিসের পুলিশ।
মন্তব্য করুন