- প্রবাস
- পোশাক খাতের টেকসই উন্নয়নে সহায়তা দেবে এইচঅ্যান্ডএম
পোশাক খাতের টেকসই উন্নয়নে সহায়তা দেবে এইচঅ্যান্ডএম

বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড এইচঅ্যান্ডএম। এ খাতের সার্কুলারিটি অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় রিডিউস, রিইউজ এবং রিসাইক্লিংয়ে সহায়তা দেওয়া হবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থায় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার বৈশ্বিক যে তাগাদা, তা কার্যকরেও সহযোগিতা দেওয়া হবে। বুধবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সঙ্গে এ বিষয়ে এইচঅ্যান্ডএমের একটি সমাঝোতা চুক্তি সই হয়েছে। এইচঅ্যান্ডএমের পক্ষে গ্রুপপ্রধান নির্বাহী (সিইও) হেলেনা হেলমারসন এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসান চুক্তিতে সই করেন।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে হেলেনা হেলমারসন বলেন, টেকসই পোশাক শিল্পের জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। শিল্পের যে কোনো প্রয়োজনে ক্রেতা এবং উদ্যেক্তাদের যৌথভাবেই দায়িত্ব নিতে হবে। বিজিএমইএ এবং এইচঅ্যান্ডএমের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে শিল্পের টেকসই উন্নয়ন এবং প্রয়োজনীয় রূপান্তর বিশেষ করে সার্কুলারিটি ও কার্বন নির্গমন রোধের সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হবে।
অনুষ্ঠানে ফারুক হাসান বলেন, টেকসই শিল্পায়নের অগ্রযাত্রা অব্যাহত আছে বাংলাদেশের পোশাক খাতে। ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পরিবেশবান্ধব পোশাক কারখানার দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। টেকসই এবং পরিবেশসম্মত শিল্প প্রতিষ্ঠার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। বিজিএমইএ সভাপতি বলেন, এইচঅ্যান্ডএম বাংলাদেশের পোশাক শিল্পের পরিবেশ, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, এইচঅ্যান্ডএম এবং বিজিএমইএর মধ্যে সহযোগিতা বাংলাদেশে পোশাক শিল্পের সবুজ উন্নয়নকে ত্বরান্বিত করবে। ঢাকায় সুইডিশ দূতাবাস আগামীতেও এ দেশের পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে এইচঅ্যান্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি মিরান আলী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, ইনামুল হক খান (বাবলু), নীলা হোসনা আরা, স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন