- প্রবাস
- আতঙ্কে দিন কাটছে রেফারি টেলরের
আতঙ্কে দিন কাটছে রেফারি টেলরের

ইউরোপা লিগের ফাইনালে রোমাকে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া। সেই ম্যাচের দায়িত্বে থাকা রেফারি অ্যান্থোনি টেলরকে কাঠগড়ায় তোলেন রোমার কোচ হোসে মরিনহো। কেবল তাঁকে কাঠগড়ায় নয়, রীতিমতো গালাগালও করেছেন।
Grazie papà di avermi fatto laziale ! pic.twitter.com/8YGcUdyKi7
— momo (@momo50SSL) June 1, 2023
এর পর মরিনহোর কাতারে আসেন ক্লাবটির সমর্থকরাও। রেফারির পিছু নেন তাঁরা। এর পর বুদাপেস্টের বিমানবন্দরের ভেতর হট্টগোল পাকান। সেখানে রেফারি টেলর ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে চেয়ার ও বোতল ছোড়েন। পরিস্থিতি শান্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছে ইংল্যান্ডের ম্যাচ অফিসিয়ালসদের সংগঠন পিজিএমওএল। তারা এটিকে অন্যায্য ও জঘন্য বলে অভিহিত করেছে। এদিকে ওই ম্যাচের পর থেকেই নাকি আতঙ্কে দিন কাটছে টেলরের। এভাবে একের পর আক্রমণে অনেকটাই ভীত-সন্ত্রস্ত তিনি।
/টিআই/
মন্তব্য করুন