- প্রবাস
- খুলনায় আকিজ সিরামিক্সের আরেকটি শোরুমের উদ্বোধন
খুলনায় আকিজ সিরামিক্সের আরেকটি শোরুমের উদ্বোধন

খুলনায় আকিজ সিরামিক্সের আরেকটি শোরুমের উদ্বোধন করা হয়েছে। পরপর চারবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও সুপার ব্র্যান্ড অ্যাওয়াড অর্জন করা সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিক্স ‘প্রমিজ অব পারফেকশন’ এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে।
ক্রেতাদের সুবিধার্থে মঙ্গলবার খুলনা শহর এলাকায় আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েট ‘জান্নাত এন্টারপ্রাইজ ৪’ শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের অপারেশন্স ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্সের ডিজিএম সেলস মোহাম্মদ আশরাফুল হক, হেড অব সেলস রোসা বিশ্বজিৎ পাল, ‘জান্নাত এন্টারপ্রাইজ ৪’-এর স্বত্বাধিকারী সেখ মাসুম বিল্লাহ ও মো. জোবায়ের সেখসহ আকিজ সিরামিক্স ও খুলনা এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবরা।
মন্তব্য করুন