- প্রবাস
- রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ শুক্রবার, বড় শোডাউনের প্রস্তুতি
রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ শুক্রবার, বড় শোডাউনের প্রস্তুতি

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুক্রবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ সমাবেশ। কর্মসূচি সফল করতে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনকে গতিশীল করতে শ্রমিক সংগঠনের একক শক্তিমত্তা পরীক্ষা করতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিন ঢাকাসহ আশপাশের জেলা থেকেও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন।
শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সমকালকে বলেন, সারাদেশে শ্রমজীবী মানুষ ভালো নেই। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে সরকারের সীমাহীন লুটপাটে এখন লোডশেডিংয়ের কবলে দেশ। এ অবস্থায় অনেক ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান বন্ধের অবস্থা। অনেক শ্রমিক বেকার হয়ে পড়ছেন। দেশের এ অবস্থা তুলে ধরতেই শুক্রবারের সমাবেশ।
নেতাকর্মীরা জানান, শ্রমিক দলের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে বড় শোডাউন করতে তাঁদের সব আয়োজন সম্পন্ন হয়েছে।
/এসআর/
মন্তব্য করুন