ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

টরন্টোয় সংগীত সন্ধ্যা

টরন্টোয় সংগীত সন্ধ্যা

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৩৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৩৭

ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টার আয়োজিত ‘রবি ও রাগ’ শীর্ষক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে টরন্টোর সেন্টক্লেয়ার-মিডল্যান্ডের হাই্ওয়ে গসপেল চার্চ মিলনায়তনে।

এতে ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও কণ্ঠশিল্পী ড. মমতাজ মমতা এবং উচ্চাঙ্গ সংগীত শিল্পী সুপ্রিয়া দে সংগীত পরিবেশন করেন।

লেখক সুব্রত কুমার দাসের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক ও শিল্পী ড. ইখতিয়ার ওমর। এরপর শুরু হয় দুই শিল্পীর সংগীত পরিবেশনা। সঙ্গত করেন তবলাশিল্পী অশোক দত্ত ও এসরাজ বাদক রত্তন সিং ভামরাহ। 

আরও পড়ুন