ইতালিতে প্রথম ৪ দিনে বৈধতার আবেদন দশ হাজার

ইউসুফ আলী, ইতালি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ১২:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ইতালিতে প্রথম চার দিনে প্রায় দশ হাজার অবৈধ অভিবাসী বৈধতার জন্য আবেদন করেছেন। সরকার বৈধতার ক্ষেত্রে শর্ত জুড়ে দেয়ায় এবার অভিবাসীরা আবেদন করতে ভোগান্তির শিকার হচ্ছেন। সরকার ঘোষিত শর্ত শিথিল করতে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ আন্দোলন অব্যাহত রেখেছেন। তারা বলছেন, সবার জন্য বৈধতা দেয়ার ঘোষণা সরকার না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই সাথে বাংলাদেশি অভিবাসীদের জুনের শেষ দিকে আবেদনের আহ্বান জানান।
ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার আবেদন শুরু হয়েছে ১ জুন থেকে। আবেদন চলবে ১৫ জুলাই রাত ১০টা পর্যন্ত। অনলাইনে প্রথম চার দিনে ৯ হাজার ৫’শ অভিবাসী বৈধতার আবেদন করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদের মধ্যে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা অনেক কম। বৈধতার আবেদনের ক্ষেত্রে সরকার শর্ত জুড়ে দেয়ায় অভিবাসীরা আবেদন করতে পারছে না। ইতালিতে প্রায় ২০ হাজার অবৈধ অভিবাসীর অধিকাংশ দেশটির বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, খাবারের ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটন খাত কিংবা ভাসমান ব্যবসা করেন। সরকারের বৈধতা দেয়ার ক্ষেত্রে এসব খাতে কর্মরত অভিবাসীরা আবেদন করতে পারবে না। ফলে একটি বিশাল অংশের বাংলাদেশি অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারানোর শংকা রয়েছে। এটি সামনে রেখেই বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ শর্ত প্রত্যাহারের জন্য প্রতিবাদ সমাবেশ করছে। আগামী ১২ জুন আরেকটি প্রতিবাদ সমাবেশ হবে রোমের পিয়াচ্ছা এসকুইলিনো’তে। ইতালির বৃহৎ সামাজিক সংগঠন ‘ধুমকেতু’র আয়োজনে দেশটির সকল রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এ আন্দোলনের ডাক দিয়েছে।
আসলাম জমাদ্দার নামে রোমের এক অবৈধ অভিবাসী সমকালকে জানান, আমি ৬ বছর একটি হোটেলে পরিষ্কারের কাজ করি। সরকার ঘোষিত শর্ত অনুযায়ী আবেদন করার সুযোগ নেই। সেখানে সরকার সবার জন্য বৈধতার ঘোষনা না দিলে স্বপ্ন পূরণ অধরাই থেকে যাবে।
কমিউনিটি নেতা এবং ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সমকালকে বলেন, প্রবাসীদের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, সবার জন্য বৈধতার সুযোগ সরকার দেবে। জুন মাসের মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।