ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাত, জনজীবন বিপর্যস্ত

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাত, জনজীবন বিপর্যস্ত

কানাডার তুষারপাতে সড়ক দুর্ঘটনায় অনেকেরই গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি: সমকাল

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ০৬:৪০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ০৯:২৯

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের শুরুতেই কানাডার ক্যালগেরিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। হিমশীতল আবহাওয়া গোটা ক্যালগেরি ও এর আশপাশের এলাকায় জেঁকে বসেছে।

স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে একটানা তুষারপাত হচ্ছে পুরো শহরে। এমন আবহাওয়ায় ইতোমধ্যেই সড়ক দুর্ঘটনায় অনেকেরই গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ সড়ক বরফে আচ্ছাদিত। সড়কের যানবাহনগুলো খুব ধীর গতিতে চলছে।

এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির বাস যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।

অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে বাইরে চলাচলের নির্দেশ দিচ্ছে।

আরও পড়ুন

×