ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ইংল্যান্ডে পাব, রেস্টুরেন্ট বৃহস্পতিবার থেকে রাত ১০টায় বন্ধ

ইংল্যান্ডে পাব, রেস্টুরেন্ট বৃহস্পতিবার থেকে রাত ১০টায় বন্ধ

লন্ডন প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ২২:১৫

ইংল্যান্ডের বার, পাব ও রেস্টুরেন্ট আগামী বৃহস্পতিবার থেকে রাত ১০টায় বন্ধ করতে হবে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মঙ্গলবার হাউস অফ কমন্সে নতুন এই বিধিনিষেধের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

নতুন এই বিধিনিষেধ আগামী ৬ মাস পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলেও প্রধানমন্ত্রী তার পার্লামেন্ট বক্তৃতায় দেশবাসীকে সতর্ক করে দেন।

হসপিটালিটি সেক্টর ছাড়াও স্পোর্টস ইভেন্টস ও কনফারেন্স স্থগিতের পরিকল্পনার কথাও জানিয়েছেন বরিস জনসন। তিনি বলেছেন স্টেডিয়ামের দর্শক সমাগম বন্ধ থাকবে, তবে ছয়জনের বেশি একত্রিত না হওয়ার নিয়ম মেনে ইনডোর খেলায় অংশ নেওয়া যাবে। 

বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন সমাগমের পূর্বের সিদ্ধান্ত বদলিয়ে এখন সর্বোচ্চ ১৫ জনের সমাগমের নতুন নিয়মের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

ছয়জনের বেশি একত্রিত হওয়া ও জনসমাগমে মাস্ক না পড়লে আগের ১০০ পাউন্ড জরিমানা দ্বিগুণ করে ২০০ পাউন্ড করার কথাও পার্লামেন্ট বক্তৃতায় ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

মাস্ক পরিধান বাধ্যতামূলক ঘোষণা দিয়ে বরিস জনসন ইনডোর অনুষ্ঠান, টেক্সিযাত্রী ও দোকানেও মাস্ক পরিধান করতে হবে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন।

উল্লেখ্য, ব্রিটেনে করোনার বর্তমান সংক্রমণের হার এখনই কমানো না গেলে অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে প্রতিদিন ৫০ হাজার মানুষ আক্রান্ত হবেন, সরকারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্যার পেট্রিক ভ্যালেন্সের এমন সতর্কবার্তার পর প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে নতুন এই বিধিনিষেধের ঘোষণা দিলেন।


আরও পড়ুন

×