ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দুবাইয়ে আটকে গেল ফ্লাই দুবাইয়ের ১২৫ যাত্রী

দুবাইয়ে আটকে গেল ফ্লাই দুবাইয়ের ১২৫ যাত্রী

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ | ১১:৪২

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমান বন্দরে আটকে গেছেন ১২৫ জন যাত্রী।শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাই দুবাইয়ের চারটি ফ্লাইটে দুবাই বিমান বন্দর আসেন তারা।

করোনাকালীন বিমান যাত্রীদের জন্য আমিরাত সরকারের বেধে দেওয়া নিয়মের শতভাগ শর্ত পূরণ না হওয়ায় তাদের বিমান বন্দরে আটকে দেওয়া হয়। আটক যাত্রীদের বিমানবন্দরেই কেটে গেছে শনিবার সারাদিন।

আটকে পড়া যাত্রীদের মধ্যে মোহাম্মদ আলমগীর নামে এক যাত্রী জানান, ৮৫ হাজার টাকা দিয়ে ফ্লাই দুবাইয়ের টিকেট কাটেন তিনি। দেশ ত্যাগের আগেও তাদের ‌'ভিসা স্ট্যাটাস' এ সবুজ সংকেত ছিল না। অনলাইনে ভিসা স্ট্যাটাস লাল থাকার কারণেই তাদের বিমান বন্দর কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরে প্রবেশের অনুমতি বাতিল করে।

আলমগীর বলেন, ‌'দেশে আমরা যেখান থেকে টিকেট নিয়েছি সেখানে আমাদের আইসিএ এপ্রুভাল এর একটি প্রিন্ট পেপার কপি দিয়েছে। আর কোনো সমস্যা হবে না মর্মে আশ্বাস দিলে সেটি দিয়েই ফ্লাই দুবাই এর টিকেট কিনি। সেই এপ্রুভাল দেখে দেশের বিমান বন্দর ছেড়ে দিলেও দুবাই এসে এখন আমরা আটকে পড়েছি।'

এ বিষয়ে জানতে চাইলে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আটকে পড়া যাত্রীদের মধ্যে বিভিন্নভাবে ১৮ জনকে বিমানবন্দর থেকে বের করা হয়েছে। বাকি যাত্রীদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমিরাত সরকারের নতুন নিয়ম সম্পর্কে না জানার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমিরাতের নিয়মে সৃষ্ট পরিস্থিতি কাভার না করলে যাত্রীদের পুনরায় দেশে ফিরে যেতে হবে।’

তবে দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান জানান, ‘সমস্যা সমাধানে বাংলাদেশ কনস্যুলেট চেষ্টা চালিয়ে যাচ্ছে।’  

উল্লেখ্য,  গত ৮ অক্টোবর থেকে আমিরাত সরকার আকাশ পথে যাত্রীদের ব্যাপারে নতুন করে কিছু শর্ত বেধে দিয়েছে। এতে উল্লেখ করা হয় দুবাইয়ের বাইরের বাসিন্দাদের অবশ্যই দুবাই ফিরতে আইসিএ এপ্রুভাল এবং দুবাইয়ের বাসিন্দাদের জিডিআরএফএ এপ্রুভাল প্রয়োজন হবে।


আরও পড়ুন

×