ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কানাডার অন্টারিওতে টিকা প্রয়োগ শুরু মঙ্গলবার

কানাডার অন্টারিওতে টিকা প্রয়োগ শুরু মঙ্গলবার

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ২১:৫৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ | ০৩:৪৪

কানাডার অন্টারিওতে আগামী মঙ্গলবার থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানিয়েছেন, লংটার্ম কেয়ার ও করোনা ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা পাবেন।

আর অন্টারিও প্রভিন্সের ভ্যাকসিন বিতরণ ও প্রয়োগের বিস্তারিত কর্মসূচি সর্বসাধারণের সামনে প্রকাশ করা হবে  দেশটির স্থানীয় সময় শুক্রবার।

বৃহস্পতিবার প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, প্রভিন্স খুবই স্বল্প পরিমানে টিকা পেতে যাচ্ছে। ফলে সীমিত আকারে টিকা প্রয়োগ শুরু করতে হচ্ছে। 

তবে অন্টারিও কী পরিমান ভ্যাকসিন পাচ্ছে তা তিনি উল্লেখ করেননি। টরন্টো ও অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে বুধবার ফাইজারের টিকা ব্যবহার ও বিতরণের অনুমতি দেয় কানাডা। দেশটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর অন্টারিও হচ্ছে প্রথম প্রভিন্স যারা এই টিকা প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করল।

জানা গেছে, অন্টারিও প্রভিন্সের টরন্টোতে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক এবং অটোয়ার একটি হাসপাতালে প্রথম টিকা প্রয়োগ করা হবে।

প্রিমিয়ার ডগ ফোর্ড আরও বলেন, প্রভিন্সের সরবরাহ নেটওয়ার্কের কার্যকারিতা পরীক্ষার জন্য অটোয়াকে প্রথম দিনের টিকা কর্মসূচিতে রাখা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×