ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

কানাডায় মে মাসে চাকরি হারিয়েছে ৬৮ হাজার জন

কানাডায় মে মাসে চাকরি হারিয়েছে ৬৮ হাজার জন

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২১ | ০৩:২১ | আপডেট: ০৫ জুন ২০২১ | ০৪:০৮

করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মত কানাডাতেও প্রভাব ফেলেছে। কানাডায় প্রায় ৬৮ হাজার জন চাকরি হারিয়েছেন মে মাসে, যা বিশ্লেষকের পূর্বাভাসের চেয়ে তিন গুণ বেশি। 

পরিসংখ্যান অনুযায়ী, পূর্ণকালীন কর্মসংস্থান ১৩ হাজার ৮শ’ কমেছে এবং খণ্ডকালীন কর্মসংস্থান ৫৪ হাজার ২শ’ পড়েছে। পণ্য খাতে কর্মসংস্থান ৪১ হাজার ৬শ’ হ্রাস পেয়েছে। সেবা খারদ ২১ হাজার ৮শ’ কাজ কমেছে।

তবে বেশ কয়েকটি প্রদেশে নিষেধাজ্ঞাগুলি হ্রাস করা হচ্ছে, প্যাটিও ও মৌসুমী ব্যবসা আবার চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানোর আশা করা হচ্ছে।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরন বনিক শংকর বলেন, করোনাকালীন এই সময়ে বেঁচে থাকাটাই এখন প্রথম এবং প্রধান কাজ। বেঁচে থাকলে কর্মসংস্থান আবার ফিরে আসবে। 

whatsapp follow image

আরও পড়ুন

×